পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জমির লড়াইয়ে আরও একবার পরাজিত হলো মানবিকতা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে মেঘশিমুল পশ্চিমপাড়ার ফসলি জমি বোন ছুলেমা খাতুনের শ্রম ও ঘামে সজীব থাকতো, সেখানেই গত রবিবার রচিত হলো এক করুণ ইতিহাস।
আট ভাইয়ের আদরের একমাত্র বোন হওয়ার কথা থাকলেও, দিনশেষে সম্পত্তির লোভে সেই ভাইদের হাতেই লাঞ্ছিত হতে হলো তাঁকে।
রবিবার (১১ জানুয়ারী) সকালে জমি দখলের নেশায় মত্ত হয়ে আপন ভাই ও ভাতিজারা লোহার রড ও লাঠি নিয়ে ছুলেমা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে নারীদের ওপর চলে অকথ্য নির্যাতন। টেনে ছিঁড়ে নেওয়া হয় কানের দুল, ঝরানো হয় রক্ত। এ হামলায় ছুলেমা ছাড়াও পারুল ও তামান্না নামে আরও দুই নারী আহত হন।
পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ভাইদের নিরাপত্তার ছায়া হওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধেই এখন থানায় অভিযোগ নিয়ে দাঁড়াতে হয়েছে একমাত্র বোনকে।
এই ঘটনায় ছুলেমান খাতুনের এক ভাই বাদি হয়ে পূর্বধলা থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

