পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোর যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিহাদুল ইসলাম (৩২) পেশায় ট্রাকচালক। তিনি ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের একমাত্র ছেলে। তার স্ত্রী এবং ৫ ও ৪ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে ইলাশপুর চৌরাস্তা অটো স্ট্যান্ডে জারিয়া রুটের একটি ব্যাটারিচালিত অটোর যাত্রী উঠানো নিয়ে অটোচালকের সঙ্গে নিজাম উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে অটোচালক বিষয়টি জিহাদুল ইসলামের কাছে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিন ও শাহাবুদ্দিনের সঙ্গে তর্কে জড়ান।
পরবর্তীতে এ বিরোধ পারিবারিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হলে একপর্যায়ে শাহাবুদ্দিন নামে এক বৃদ্ধ আহত হয় এবং জিহাদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা নিজাম উদ্দিন ও শাহাবুদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি ঘর ও একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা) সজল কুমার সরকার বলেন, অটো স্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে জিহাদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষকে কেন্দ্র করে একটি দোকান ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

