খাইরুল ইসলাম ঃ মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সাংবাদিক সমাজের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেম, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

