পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফার স্থগিত হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দেখা যায়, জামায়াতে ইসলামী মনোনীত ওই প্রার্থী তার হলফনামায় একটি মামলায় খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে পুলিশি প্রতিবেদন অনুযায়ী মামলাটি এখনো চলমান রয়েছে বলে তথ্য পাওয়া যায়। তথ্যের এই অসঙ্গতির কারণে প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয় এবং বিষয়টি সংশোধনের জন্য তাকে রবিবার দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুনানিকালে তার দাখিলকৃত মামলার রায়ের সার্টিফাইড কপিতে আজকের তারিখ (৪ জানুয়ারি) উল্লেখ থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত বা বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলেও সন্তোষজনক ফলাফল না পেলে উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জমা পড়া চারটি মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।