খাইরুল ইসলাম ঃ প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে কল্যাণভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে নেত্রকোনার পূর্বধলায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬।
“প্রযুক্তি ও মমতা, কল্যাণ ও সমতা—আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান খান। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
এছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত সেনা সংঘের সাধারণ সম্পাদক এমদাদুল হক, রহিমা বেগম মেমোরিয়াল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল আসাদ ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও দুস্থ নারীদের সহায়তা কার্যক্রমসহ সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সমাজসেবা অধিদপ্তরের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যক্রমের উপকারভোগী, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা সমাজসেবায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের কাজের গতি বৃদ্ধি করার জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হয়।