পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জমা পড়া চারটি মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
যাচাই-বাছাইয়ে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তার হলফনামায় একটি মামলায় খালাসপ্রাপ্ত বলে উল্লেখ করেন। তবে যাচাই-বাছাইয়ের সময় পুলিশের প্রতিবেদন অনুযায়ী ওই মামলাটি এখনো চলমান রয়েছে বলে তথ্য পাওয়া যায়। তথ্যের এই অসঙ্গতির কারণে প্রার্থীর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য প্রার্থীকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীর হলফনামায় তার বিরুদ্ধে বিদ্যমান মামলার তথ্য গোপনের প্রমাণ পাওয়ায় নির্বাচন বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলেও প্রতিকার না পেলে সংবিধান অনুযায়ী হাইকোর্টে রিট করার সুযোগ রয়েছে।
এদিকে যাচাই-বাছাইয়ের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
প্রার্থীদের পরবর্তী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ভোটাররা।