মো. আমিনুল ইসলাম মন্ডলঃ নেত্রকোনার পূর্বধলায় অবস্থিত ঐতিহ্যবাহী সেহলা মাদ্রাসার মুহাদ্দিস, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মজিবুর রহমান আর নেই। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকেল ৩টায় সেহলা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা মজিবুর রহমান দীর্ঘদিন ধরে সেহলা মাদ্রাসায় হাদিস শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। তাঁর ইন্তেকালে পূর্বধলাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।