পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা মনোনয়নপত্র অনুযায়ী, ১৬১ নম্বর নেত্রকোণা-৫ নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হয়।
গত ১৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠির খবর প্রকাশের পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।