খাইরুল ইসলাম ঃ নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম পূর্বধলা উপজেলা শাখা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।