খাইরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ ডিসেম্বর রোববার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিম মোস্তফা, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পণ, স্বেচ্ছাসেবী মো. উজ্জ্বল মিয়া এবং সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।