খাইরুল ইসলাম ঃ 'মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়'—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মানবাধিকারের গুরুত্ব তুলে ধরতে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সাড়ে ১১টায় র্যালি শেষে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন মণ্ডল দুলাল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ খান কামাল ও মানবাধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম সম্পাদক ডা. শহিদউল্লাহ সংগ্রাম প্রমূখ।
বক্তারা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং এর মৌলিক তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে পরিবার ও পেশাগত জীবনে মানবাধিকারের চর্চা ও সুরক্ষার ওপর জোর দেন। বক্তারা এই অপরিহার্য অধিকার রক্ষায় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সক্রিয় ভূমিকা পালনের জন্য আন্তরিক আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।