খাইরুল ইসলাম ঃ "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ যেন রূপ নেয় শুদ্ধতার অঙ্গীকারে। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান।
উদ্বোধনী মুহূর্তে বিদ্যালয়ের শিক্ষার্থী, সর্বস্তরের জনগণ, সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের উপস্থিতিতে পরিবেশ জুড়ে সৃষ্টি হয় শুদ্ধতার সোনালি আবহ।
পরে মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনসাধারণ ও তরুণ প্রজন্মের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ আহমদ তালুকদার (বাবুল) মাস্টার'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান।
মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির খান কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াকুর রহমান বাবু সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, গুণীজন, কোমলমতি শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পূর্বধলায় নতুন শুদ্ধতার বার্তা বয়ে আনে।