নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার পূর্বধলায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা (চরপাড়া) গ্রামের আব্দুর রশিদের ছেলে ফারুক মিয়া (৩৫) এবং একই এলাকার ওলামাকান্দি গ্রামের আঃ কুদ্দুছের ছেলে জুয়েল মিয়া (৩৬)।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন,“তারা দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।"