আজ শুক্রবার সকাল ১১টায় হেলিপ্যাড মাঠে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার এর সমর্থনে ব্যানার ফ্যাস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হেলিপ্যাড মাঠে জড়ো হয়।
সকাল সাড়ে ১১টায় দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব আবু তাহের তালুকদার এর নেতৃত্বে হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে সাইয়্যেদ আল মামুন শহীদ ফকির এর সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আলহাজ্ব আবু তাহের তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান খান সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন ফকির, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তোরাগ, উপজেলা ওলামা দলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালমান রহমান পল্লব, সাধারণ সম্পাদক সাজু আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাই মিলে মিশে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এক পর্যায়ে বিপ্লব ও সংহতি দিবসের
আলোচনা সভাটি জনসমুদ্রে পরিনত হয়।